পরিচিতি

বাংলাদেশ মতুয়া মহাসংঘ হলো হরিচাঁদ–গুরুচাঁদ ঠাকুরের আদর্শে গড়ে ওঠা এক ধর্মীয় সংগঠন, যার মর্মবাণী—ভক্তি, সমতা, শিক্ষা ও মানবকল্যাণ।

মহাসংঘের কাজের পরিধি তিনটি স্তম্ভে স্পষ্ট:


ধর্মীয় চর্চা—সমবেত হরিনামের মাধ্যমে আত্মশুদ্ধি ও ভক্তি-আচরণ; 

শিক্ষা-সমাজসেবা—স্কুল/প্রশিক্ষণ, স্বাস্থ্যসচেতনতা, ত্রাণসহ মানবকল্যাণ; 

সংগঠন—কেন্দ্র থেকে জেলা-উপজেলা হয়ে গ্রাম পর্যায়ে শাখা, পরামর্শদাতা ও স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। এই কেন্দ্রিক জীবনচর্চার ফলেই ওড়াকান্দি তীর্থকে ঘিরে বারুণী স্নান ও মহামেলা প্রতি বছর বহু ভক্তকে একত্র করে। 

তরুণদের সম্পৃক্ত করতে বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘ নিয়মিত বিভিন্ন সম্মেলন ও স্বেচ্ছাসেবী কার্যক্রম  আয়োজন করে থাকে। 

সংগঠনের প্রশাসনিক কাঠামোয় বর্তমান কেন্দ্রীয় কমিটিতে রয়েছেনঃ 

সভাপতিঃ শ্রী সুব্রত ঠাকুর 

মহাসচিবঃ শ্রী সাগর সাধু ঠাকুর 

প্রতিষ্ঠাকালঃ

১৮৬০

মহাতীর্থী শ্রীধাম ওড়াকান্দি, গোপালগঞ্জ